আমি স্বেচ্ছাচারী- shokti chattopadhyay

তীরে কি প্রচণ্ড কলরব
‌' জলে ভেসে যায় কার শব
কোথা ছিলো বাড়ি ? '

রাতের কল্লোল শুধু বলে যায় ___ ' আমি স্বেচ্ছাচারী।'


সমুদ্র কি জীবিত ও মৃতে
এভাবে সম্পূর্ণ অতর্কিতে
সমাদরণীয় ?
কে জানে গরল কিনা প্রকৃত পানীয়
অমৃতই বিষ !
মেধার ভিতর শ্রান্তি বাড়ে অহর্নিশ।


তীরে কি প্রচণ্ড কলরব
‌' জলে ভেসে যায় কার শব
কোথা ছিলো বাড়ি ? '

রাতের কল্লোল শুধু বলে যায় ___ ' আমি স্বেচ্ছাচারী।'